প্রথম ফোনালাপে শি কে কড়া ভাষায় সতর্কবার্তা বাইডেনের
চীনের সঙ্গে প্রথম আলাপেই কড়া বার্তা জো বাইডেনের। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদে সবার পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বললেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই কড়া বার্তা দিলেন বাইডেন। জানা গেছে, দু’জনের মধ্যে ইন্দো-প্যাসিফিক, মানবাধিকার লঙ্ঘন-সহ একাধিক বিষয়ে কথা হয়।
গেল নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি ও বাইডেনের উত্থানে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা নরম হবে বলেই মনে করেছিলেন অনেকে।
হয়তো ট্রাম্পের নীতি থেকে সরে এসে সুসম্পর্কের পথে হাঁটবে আমেরিকা-চীন। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন জো বাইডেন। শি জিনপিংকে বৃহস্পতিবার ফোনে চীনা নববর্ষের শুভেচ্ছা জানালেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট কঠোর বার্তা দিয়েছেন অর্থনীতিকে হাতিয়ার করে বেইজিংয়ের অনভিপ্রেত পদক্ষেপ ও জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে।
একই সঙ্গে, শি-বাইডেন আলোচনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে হংকং ও তাইওয়ান সংক্রান্ত প্রসঙ্গও উঠে আসে।