ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে কালক্ষেপণ গ্রহণযোগ্য নয়: রাশিয়া
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব গ্রহণযোগ্য নয় বলে বিবৃতি দিয়েছে রাশিয়া।রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকব বলেছেন, রাশিয়া চায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একই সময়ে পরমাণু সমঝোতা ইস্যুতে পদক্ষেপ নিক। রুশ সংবাদ সংস্থা ‘রিয়া নোভস্তি’র সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
রিয়াবকব আরও বলেন, ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার সম্ভব নয়। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজে বিলম্ব করা যাবে না।
মস্কো দুই পক্ষকেই পরমাণু সমঝোতা ইস্যুতে পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করতে প্রস্তাব দিয়েছে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চিতভাবেই সবচেয়ে যৌক্তিক পন্থা হলো কোনো ধরণের বিতর্কের বাইরে থেকে ওয়াশিংটন ও তেহরান একইসঙ্গে পরমাণু সমঝোতা ও প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার পদক্ষেপ নেবে।
রাশিয়া এই সমস্যা সমাধানেও গঠনমূলক পদক্ষেপ নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
রিয়াবকব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উভয় পক্ষের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব তুলে ধরেছে।
উভয় পক্ষই এটাকে ভালোভাবে নেবে বলে তিনি আশা করেন।
তবে আমেরিকায় নতুন সরকার ক্ষমতায় এলেও এখন পর্যন্ত তেহরান ইস্যুতে সদিচ্ছার প্রমাণ দেয়নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।