ফিলিস্তিনকে পাঠানো রাশিয়ার করোনা টিকা আটকে দিল ইসরায়েল!
0
0
0
ফিলিস্তিনের জন্যে পাঠানো রাশিয়ার বানানো করোনা টিকার চালান আটকে দিয়েছে দাঙ্গাবাজ নেতানিয়াহু।মহামারী করোনার মধ্যে ফের ঔদ্ধত্য আচারণ দেখালো ইহুদিবাদী ইসরায়েল। গাজায় ফিলিস্তিনিদের জন্য রাশিয়ার বানানো করোনার টিকার চালান আটকে দিয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহুর প্রশাসন। খবর আলজাজিরার।
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এক বিবৃতিতে জানান, পশ্চিম তীর শাসন করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) কর্তৃক টিকার চালানটি আমদানি করা হয়েছিল।
সেটি আটকে দেওয়া হয়েছে। এর দায় ইসরায়েলকে নিতে হবে।
উল্লেখ্য, ইসরায়েলের কারণে পশ্চিম তীরে টিকাদান শুরু হলেও গাজাতে এখনো টিকাই পৌঁছায়নি। সেখানের স্বাস্থ্যকর্মীদের জন্য রাশিয়া থেকে এক হাজার ডোজ স্পুটনিক ভি টিকা আমদানি করা হয়েছে।