মহাদেবপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র পলাশের
কিউ, এম, সাঈদ টিটো, পিবিসি ২৪, নওগাঁ: মহাদেবপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলোনা কলেজছাত্র পলাশের (২০)। ঘাতক ট্রাক কেড়ে নিল তার সম্ভাবনাময় জীবন। তিনি নওগাঁ পৌরসভার চকএনায়েত মহল্লার আইয়ুব হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, পলাশ নওগাঁর নাট্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও পত্নীতলা উপজেলা সদরের নজিপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকালে পরীক্ষা দেয়ার জন্য মোটরসাইকেল যোগে নজিপুর যায়। দুপুরে বাড়ি ফেরার পথে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার শ্যামপুর ১৩ মাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে গেলে হেলমেট খুলে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা যায়নি।