“বাংলাদেশ-ভারত সাম্প্রতিক সম্পর্ক” নিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সংবাদ সম্মেলন
“বাংলাদেশ-ভারত সাম্প্রতিক সম্পর্ক” নিয়ে আজ বৃহষ্পতিবার (১৮ই ফেব্রুয়ারি-২০২১) বাংলাদেশ কল্যাণ পার্টি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। কল্যাণ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে(মহাখালি ডিওএইচএস)অনুষ্ঠিত ঐ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পার্টির স্থায়ী কমিটির সদস্য (বৈদেশিক বিষয়ক) ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির (অব.)।
পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল(অব.)সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির কেন্দ্রীয় নেতা ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট এহসানুল হুদা, এনডিপির সভাপতি ক্বারী এম এ তাহের, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট শেখ জুলফিককার বুলবুল চৌধুরী, সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুঁইয়া পিন্টু, চেয়ারম্যানের সামরিক উপদেষ্টা কর্নেল কামাল আহমেদ (অব.), চেয়ারম্যান এর উপদেষ্টা কর্নেল আব্দুল হক, ড. বদরুল আলম সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান মাহমুদ খান,কমোডর আরিফ মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন শেখ মিজহাজ উদ্দিন(অব), লে. কমান্ডার সোহেল রফিক (অব.যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, যুগ্ম মহাসচিব(দপ্তর) আল আমিন ভুইয়া রিপন, প্রচার প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, ব্যারিস্টার আহসান হাবিব প্রমূখ।
প্রশ্নোত্তর পর্বে, আগামী সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে কল্যাণ পার্টি—এমন প্রশ্নের জবাবে দলের চেয়ারম্যান মেজর জেনারেল(অব.)সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, এই সরকারের অধীনে কল্যাণ পার্টি সংসদ নির্বাচনে যাবে না। একটি নিরপেক্ষ সরকার ও নতুন করে গঠিত নির্বাচন কমিশনের অধীনে কল্যাণ পার্টি নির্বাচন করতে চায়। এজন্য এখন থেকেই সরকারকে তা করতে বাধ্য করতে হবে বলে জানান তিনি।
২০১৪ সালে ভারতের সুজাতা সিং বাংলাদেশে এসে এদেশের রাজনীতিতে যে হস্তক্ষেপ করেছে আগামীতে তা আর চায় না কল্যাণ পার্টি।প্রণব মুখার্জির লিখিত বই পড়লেও প্রমাণ হয় বাংলাদেশ নিয়ে ভারত অযৌক্তিক হস্তক্ষেপ করছে। স্বাধীন দেশের মানুষ এই হস্তক্ষেপ মানবে না।
২০ দলীয় জোটের বাইরে কল্যাণ পার্টি ভবিষ্যতে নতুন কোন জোট করবে কি না- এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “ সময় বলে দেবে কল্যাণ পার্টি কখন কি করবে”।