মহাদেবপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিউ, এম, সাঈদ টিটো, পিবিসি নিউজ, নওগাঁ : শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদসমূহের সহযোগিতায় ৫ কিলোমিটার ‘ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার’ আয়োজন করা হয়।
এ উপলক্ষে মহাদেবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, বগুড়া সেনা নিবাসের মেজর রুহুল আমিন, মহাদেবপুর ইউএনও মিজানুর রহমান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত মন্ডল, উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম নুরানী আলাল, বাবুল চন্দ্র ঘোষ, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, যুবলীগ নেতা গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুবলীগ নেতা আগামী ইউপি নির্বাচনে সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত ব্যানার্জী ব্যাপী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুছা আল আশআরি, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক আমিনুর রহমান খোকন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১৬ বছরের উর্ধে ছয় শতাধিক যুবক যুবতী প্রতিযোগিতায় অংশ নেন। এমপি প্রতিযোগিদের সামনে থেকে দৌড় শুরু করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা মহাদেবপুর থানার মোড় থেকে দৌড় শুরু করে মহাদেবপুর-সরাইগাছী সড়কের খাজুর ইউনিয়নের বিলমোহাম্মদপুর মাঠ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন। প্রতিযোগিতাটি এলাকার জনমনে ব্যাপক সাড়া ফেলে।
এর আগে সেনা সদস্যরা প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতায় ম্যারাথনে অংশ গ্রহণে ইচ্ছুকদের ডিজিটাল নিবন্ধন করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এতে সার্বিক সহযোগিতা করেন। প্রত্যেক প্রতিযোগির কাছে থাকা এ্যান্ডয়েড মোবাইলফোনে এবিষয়ে নির্মিত অ্যাপ ইনস্টল করা হয়। প্রতিযোগিরা কোন পথে কত পথ অতিক্রম করলো তা অ্যাপে সো করে। প্রতিযোগিতা শেষে কেউ কেউ জানান, প্রতিযোগিতা চলার সময় তাদের জিপিএস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিচ্ছিন্নের পরের দৌড় অ্যাপে সো করেনি। কেউ কেউ ৫ কিলোমিটারের মধ্যে ৪ দশমিক ৮ কিলোমিটার যাবার পর জিপিএস বিচ্ছিন্ন হয়।
প্রতিযোগিদের দৌড়ের বিভিন্ন বিষয়ে ডিজিটাল পর্যালোচনা করে আগামী ২ মার্চ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।