বাংলাদেশকে নতুন ‘অর্থনৈতিক পরাশক্তি’ আখ্যা ওয়াল স্ট্রিট জার্নালের
পিবিসি নিউজ : বাংলাদেশকে নতুন অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন ম্যাগাজিন ও সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ। গত এক দশকে দেশের রফতানি আয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এমন শক্তিশালী অবস্থান যাচ্ছে দেশটি।
বুধবার (৩ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নালে (ডব্লিউএসজে) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনটি তৈরি করেছেন ডব্লিউএসজে’র হংকং ভিত্তিক প্রতিবেদক মাইক বার্ড।
[content-egg module=AE__amazoncom]
প্রতিবেদনে তিনি দাবি করেন, বাংলাদেশের এমন সাফল্যের সাথে দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামের উন্নয়নের মডেলের অনেক মিল রয়েছে। স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের মর্যাদায় উন্নীত হওয়ার ক্ষেত্রে রফতানিমুখী উন্নয়ন বর্তমানে বাংলাদেশে কার্যকর দৃষ্টান্ত স্থাপন করেছে। এক দশকে বাংলাদেশের রফতানি ব্যাপকভাবে বেড়েছে। সে হিসেবে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান রফতানিতে পিছিয়ে পড়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত সপ্তাহে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করেছে। এটি বাংলাদেশের একটি বিরাট অর্জন। গত এক দশকে ডলারের হিসেবে বাংলাদেশের রফতানি বেড়েছে প্রায় ৮০ শতাংশ। তৈরি পোশাক খাতের রফতানির মাধ্যমে এই সাফল্য এসেছে।
২০১১ সালের হিসেবে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ভারতের চেয়ে ৪০ শতাংশ কম। কিন্তু গত বছর বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যায়।
প্রতিবেদনে পরামর্শ দিয়ে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৃহত্তর সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরো জোরদার হবে। বাংলাদেশকে আসিয়ান, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) কিংবা কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের (সিপিটিপিপি) সঙ্গে বহুপাক্ষিক ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। পূর্বমুখী সহযোগিতার সম্পর্ক আরো ভালো ফলাফল এনে দেবে।