কাশ্মিরসহ যেকোনো ইস্যুতেই পাকিস্তানের পাশে আছে আজারবাইজান: আলিয়েভ
পিবিসি নিউজ : কাশ্মিরসহ যেকোনো ইস্যুতেই সর্বদাই পাকিস্তানের সমর্থনে পাশে থাকবে আজারবাইজান এমনি প্রতিশ্রুতি দিয়েছেন আজারি প্রেসিডেন্ট। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কাশ্মিরসহ যেকোনো ইস্যুতেই সর্বদাই পাকিস্তানের সমর্থনে পাশে থাকবে আজারবাইজান। পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজার নেতৃত্বে পাকিস্তানি এক প্রতিনিধি দলের সাথে ভার্চুয়াল বৈঠকে বুধবার আলিয়েভ এই কথা বলেন বলে আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়।
বৈঠকে তিনি বলেন, নাগরনো-কারাবাখ যুদ্ধসহ আজারবাইজানের সকল সংকটেই পাকিস্তান পাশে ছিল। এই কারণে তিনি দক্ষিণ এশিয়ার দেশটির প্রতি কৃতজ্ঞ।
[content-egg module=AE__amazoncom]
তিনি বলেন, ‘বিশ্বের অল্প কিছু দেশের মধ্যে পাকিস্তান একটি যাদের আর্মেনিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক নেই এবং আজারবাইজানের ভূমির ওপর দখলদারিত্বের কারণে তারা আর্মেনিয়াকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। আমাদের জনগণ এই বিষয়টি সম্পর্কে সচেতন এবং আমরা এর প্রশংসা করছি।’
পাকিস্তানের প্রতি জাতিসঙ্ঘসহ অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আজারবাইজান সমর্থন অব্যাহত রাখবে বলে জানান প্রেসি