বিএনপি যতবার ক্ষমতায় এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে : মির্জা ফখরুল
পিবিসি নিউজঃ যখনই বিএনপি ক্ষমতায় এসেছে ও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়েই হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর।
শনিবার ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের ১ অক্টোবর বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণ মূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দিবসটিতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো সাধারণ নেতা নন। ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাতবরণ করলেন, তখন তিনি এই দেশের প্রয়োজনে গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এলেন। তিনি স্বাধীনতা সার্বোভৌমত্বের পতাকার হাল ধরলেন, তিনি হাল ধরলেন বিএনপির। যেই দলের প্রতিষ্ঠাতা একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় শাসন চালু করেছিলেন খালেদা জিয়া সেই দলের পতাকা হাতে তুলে নিলেন, গণতন্ত্রের পতাকা হাতে তুলে নিলেন।’
‘বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর সংগ্রাম করেছেন। তিনি সেই সংগ্রামে সবাইকে সাথে নিয়ে জয়লাভ করে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, ১৯৯১ সালে। তিনি উড়ে এসে জুড়ে বসেননি। আগের রাতে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হননি। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে হয়েছেন। জনগণের ভালোবাসা নিয়ে সোজা পথে বিএনপি ক্ষমতায় এসেছে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন।’
তিনি বলেন, ‘বাঁকা পথ তো আপনারা নেন, পেছনের দরজা দিয়ে তো আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায় আসেন। আপনারা মঈনউদ্দিন-ফখরুদ্দিনের অবৈধ সরকারের সাথে আঁতাত করে ক্ষমতায় এসেছেন। তাদের সাথে আঁতাত করেই এখনো বিরাজনীতিকরণের রাজনীতি করছেন। এটা এদেশের জনগণ জানেন।’